সামাজিক দুরত্ব বজায় রেখে বৃক্ষরোপণ ধূপগুড়িতে
নিউজ ডেস্ক, শিলিগুড়ি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ধূপগুড়ি ব্লকে একাধিক কর্মসূচি গ্রহণ করল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। কোথাও বৃক্ষরোপন কোথাও শোভাযাত্রা কোথাও আবার পথ নাটক করে দিনটি পালন করা হয়। শুক্রবার ধূপগুড়ি বারঘরিয়া গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এদিন তৃণমূল ছাত্র পরিষদের গ্রামীণ কমিটির পক্ষ থেকে এই কর্মসূচী গ্রহণ করা হয়েছিল।উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক মিতালী রায়, বারঘরিয়া প্রধান উপস্থিত ছিলেন। এছাড়াও তৃণমূল ছাত্র পরিষদের গ্রামীণ ব্লক সভাপতি কৌশিক রায় উপস্থিত ছিলেন। রীতিমতো সামাজিক দূরত্ব মেনে এদিন বৃক্ষরোপণ করা হয় পাশাপাশি সাধারণ মানুষের হাতে চারা গাছ, মাস্ক তুলে দেওয়া হয় ছাত্র পরিষদের তরফ থেকে।