সার্টিফিকেট প্রদান

পশ্চিমবঙ্গ তপশিলি জাতি আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন বৃত্ত নিগমের আর্থিক সহযোগিতায় তপশিলি জাতি ও আদিবাসী যুবক যুবতীদের কর্মসংস্থান ও স্বনির্ভরতা জন্য বিনা ব্যয়ে ফ্যাশন ডিজাইনার ও গেস্ট হাউস কেয়ারটেকার কোর্সের সার্টিফিকেট বিতরণ করা হলো সোমবার হলদিবাড়ি শহরের সীমান্ত ভবনে । গত কয়েক মাস ধরে ৮০ জন ছাত্র-ছাত্রী গেস্টহাউস কেয়ারটেকার ও ফ্যাশন ডিজাইনার কোর্সটি সম্পন্ন করে ব্রাইট ফিউচার ডট কম হলদিবাড়ি শাখার অধীনে।এইদিন সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BCW অ্যাডিশনাল ইন্সপেক্টর রাম নারায়ন সরকার এবং ব্রাইট ফিউচার ডট কম শাখার সেন্টার ইনচার্জ আবুল কালাম আজাদ সহ বাকি শিক্ষক শিক্ষিকারা। BCW অ্যাডিশনাল ইন্সপেক্টর রাম নারায়ন সরকার ছাত্রছাত্রীদের ভবিষ্যতে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার আশ্বাস দেন । এইদিন সমস্ত ছাত্রছাত্রী সার্টিফিকেট হাতে পেয়ে অত্যন্ত খুশি।

হলদিবাড়ি থেকে অপু দেবনাথ এর রিপোর্ট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *