সাড়ম্বরে পালিত হলো ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস
বাপ্পা রায়, ময়নাগুড়ি, ৯ সেপ্টেম্বর :
ময়নাগুড়ির টেকাটুলীতে সাড়ম্বরে পালিত হলো মনীষী রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ৮৬ তম তিরোধান দিবস। কামতপুরী ঐক্য মঞ্চের পক্ষ থেকে এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রথমে পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর চলে রক্তদান শিবির। প্রথম রক্তদান করেন প্রাক্তন কেএলও জয়দেব রায় ওরফে টম অধিকারী। এরপর শোভাযাত্রা করে শুরু হয় মূল অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের হলুদ গামছা, পান সুপারি দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর একে একে মনীষীর জীবন সম্পর্কে আলোচনা করা হয়। সন্ধ্যায় উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতির উপর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।