সিকিম ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যবসায়ীর, আহত আরও চার

দক্ষিণ দিনাজপুর: পাহাড় ভ্রমণ সেরে বাড়ি ফেরার পথে গঙ্গারামপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বালুরঘাটের দুই ব্যবসায়ীর। ঘটনায় আহত আরো চার যাত্রী। গভীর রাতে গঙ্গারামপুর থানার নাড়ই এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্যক্তিগত গাড়িটি সজোরে ধাক্কা মারে রাস্তার পাসের একটি গাছে। ঘটনায় মৃত্যু হয় গাড়ির সামনে বসে থাকা দুই ব্যক্তির। ঘটনায় আহত হয় গাড়ির পেছনের সিটে বসে থাকা আরো চারজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। দুর্ঘটনার জেরে আহত ও মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ।পুলিশ সুত্রে জানাযায়, মৃত দুই ব্যক্তি বালুরঘাট শহরের বাসিন্দা। দুজনেই ব্যবসায়ী ছিলেন বলে খবর। মৃত এক ব্যবসায়ীর প্রশান্ত সূত্রধর (৪০) পেশায় তিনি স্বর্ণ ব্যবসায়ী ও অপর জনের নাম সুবীর গুহ (৪৫) পেশায় তিনি ক্যাটারিং ব্যবসা করেন বলে জানা গিয়েছে।পরিবার সুত্রে খবর, গত শুক্রবার বালুরঘাটের ওই দুই ব্যবসায়ী প্রসান্ত সুত্রধর ও সুবীর গুহ সপরিবারে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। সোমবার রাত্রে পাহাড় ঘোরা শেষে তারা বাড়ি ফিরছিলেন নিজেরই গাড়ি করে। বাড়ি ফেরার পথে হঠাৎ গঙ্গারামপুর থানার নড়ই এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা গাছের সজরে ধাক্কা লাগে তাদের গাড়ির।ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির সামনে বসে থাকা দুই ব্যবসায়ী প্রসান্ত সুত্রধর ও সুবীর গুহর। আহত হয় গাড়িতে বসে থাকা আরো চারজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর সুপারস্পেস্যালিটি হাসপাতালে পাঠায়।দুর্ঘটনায় পর গঙ্গারামপুর থানার পুলিশ আহদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপারস্পেস্যালিটি হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। পরবর্তীতে আহতদের অবস্থার অবনতি হলে পরবর্তী চিকিৎসার জন্য আহতদের মধ্যে দুইজনকে শিলিগুড়ি, একজনকে রায়গঞ্জ ও একজনকে কলকাতা স্থানন্তরিত করা হয়।অপর দিকে গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদের উদ্ধার করে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে গঙ্গারামপুর থানার নিয়ে আসে। ও তার পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালের পুলিশ মর্গে পাঠায় পুলিশ। ঘাতক গাড়িটিকে আটক করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *