সিতাইয়ে বিধবা মহিলাকে ধ র্ষ ণের অভিযোগে বিজেপি কর্মী গ্রেফতার
সিতাই: সিতাইয়ে এক বিধবা মহিলাকে ধ র্ষ ণের অভিযোগে স্থানীয় বিজেপির এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় এই গ্রেফতারের কথা নিশ্চিত করে সিতাই থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সিতাই থানার চামটা এলাকার এক বি ধবা মহিলা সোমবার সকালে থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ওই বিজেপি কর্মী দীর্ঘদিন ধরে তাঁকে ভীতি প্রদর্শন করছিল এবং শেষ পর্যন্ত তাঁকে ধ র্ষ ণ করে।
ওই লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং অ ভি যুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত ব্যক্তি বিজেপির একজন সক্রিয় কর্মী বলে খবরে প্রকাশ।
এ ঘটনায় এখন পর্যন্ত ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস বা বিরোধী দল বিজেপির তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আগামীকাল দিনহাটা মহকুমা আদালতে হাজির করা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে
