সিতাই নেতাজী বাজার এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ATM মেশিন চুরির ঘটনায় গ্রেপ্তার ১
নিউজ ডেস্ক, দিনহাটা:সিতাই থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় ছাট বারোমাসিয়া এলাকার লাবিন মিয়া নামে এক ব্যক্তিকে শনিবার মধ্য রাতে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য গত ২৯ অক্টোবর ভোর আনুমানিক সাড়ে তিনটা থেকে চারটা নাগাদ সংশ্লিষ্ট এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ATM মেশিন গ্যাস কাটার দিয়ে কেটে চুরির চেষ্টা করে সম্ভবত দুইজন দুষ্কৃতী। তবে স্থানীয়রা বিকট শব্দ শুনে বুঝতে পারলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এরপর এই ঘটনায় সেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা ব্যবস্থাপক তারক হালদার সিতাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সিতাই থানার পুলিশ আজ শনিবার মধ্য রাতে সিতাই ব্লকের ছাট বারোমাসিয়া এলাকার লাবিন মিয়া কে গ্রেফতার করে। রবিবার সকালে গ্রেফতার ব্যাক্তিকে দিনহাটা মহকুমা আদালতে হাজির করলে ৪ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন আদালতের বিচারক এমনটাই রবিবার দুপুরে জানান কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ।