সিপিআইএমের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
নিউজ ডেস্ক,ফালাকাটা:CPIM পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশনে প্রদান করা হল ফালাকাটা ব্লক বিডিও অফিসে। শুক্রবার ফালাকাটা ব্লক CPIM দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে ফালাকাটা বিডিও অফিসের সামনে আবাস যোজনা ঘরের দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষিভ দেখিয়ে ডেপুদেশন প্রদান করল CPIM ফালাকাটা ব্লক কমিটি।