সিপিআইএমের মিছিল এবং পথ সভা
নিউজ ডেস্ক, ফালাকাটা:CPIM ফালাকাটা ৩নং এরিয়া কমিটির পক্ষ থেকে ফালাকাটা ব্লকের গুয়াবন নগর অঞ্চলের প্রমোদনগর বাজার সংলগ্ন মোড়ে রাজ্যের ও কেন্দ্রের জনবিরোধী বাজেটের বিরুদ্ধে, নিয়োগ দুর্নীতির প্রতিবাদে এবং আলুর ন্যায্য দাম ও আলু বাইরের রাজ্যে পাঠানোর উদ্যোগ সহ একাধিক দাবীতে মিছিল ও পথসভা করল রবিবার। জানা গিয়েছে এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন CPIM আলিপুরদুয়ার জেলা কমিটির সদস্য কাকুলি ভৌমিক,DYFI জেলা কমিটির সভাপতি বপন গোপ সহ CPIM অন্যান্য নেতৃত্বরা।