সিপিআইএম কংগ্রেস জোটের বিজয় মিছিল চোপড়ার দাসপাড়ায়
সুবল গোপ,উত্তর দিনাজপুর:সাগর দিঘির
উপনির্বাচনে বাম কংগ্রেস জোট প্রার্থীর জয়ে চোপড়ায় বিজয় মিছিল বাম কংগ্রেস জোটের । বৃহস্পতিবার সাগরদিঘির উপ নির্বাচনের ফলাফল পেতেই চোপড়া বিধানসভা এলাকার দাসপাড়ায় কংগ্রেস সিপিএম জোটের বিজয় মিছিল বের হয় । এ দিনের এই বিজয় মিছিল পরিচালনা করেন চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি ড মসির উদ্দিন এবং সিপিএম নেতা বিদ্যুৎ তরফদার। মিছিল শেষে চোপড়া ব্লক কংগ্রেস সভাপতি ডঃ মসির উদ্দিন জানান , সাগর দিঘির মতো কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারলে আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি নিশ্চিত । তিনি আরও জানান সাগরদিঘির বাম কংগ্রেস জোট প্রার্থী বায়রন বিশ্বাসের জয় দিয়ে প্রমাণ করে দিল শাসকদলের পতনের । সিপিএম নেতা বিদ্যুৎ তরফদার জানান আগামী পঞ্চায়েত নির্বাচনে চোপড়া ব্লকেও সিপিএম কংগ্রেস জোটের জয় হবে । এদিনের বাম কংগ্রেসের বিজয় মিছিলে কংগ্রেস সি পি এম যেন আসার আলো দেখছে আগামী পঞ্চায়েত নির্বাচনে তাদের জয়ের ।