সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে নেই এটিএম পরিষেবা, ভোগান্তির শিকার রোগীর আত্মীয় পরিজন

দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরেই নেই কোনও এটিএম পরিষেবা। হাসপাতাল চত্বরের বাসিন্দা সহ রোগীর আত্মীয় পরিজনদের টাকা তুলতে হলে হাসপাতাল থেকেই প্রায় দুই কিলোমিটার দূরে যেতেহয় আর এই কারণে তাঁদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। দূর দূরান্ত থেকে আসা রোগীর আত্মীয় পরিজন সহ কালদিঘি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন ধরেই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । দীর্ঘদিন ধরেই স্থানীয় এলাকার মানুষদের পাশাপাশি হাসপাতালে আসা রোগীদের আত্মীয় পরিজনদেরও দাবি উঠেছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে একটি এটিএম পরিষেবা চালু করার। কত দিনে সেটি বাস্তবায়ন হয়ে সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে এটিএম পরিষেবা চালু হবে সে দিকে তাকিয়ে সকলে। দক্ষিণ দিনাজপুর জেলার অন্তর্গত দুটি সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে একটি জেলার সদর শহর বালুরঘাটে ও অন্নটি গঙ্গারামপুর হাসপাতাল। গঙ্গারামপুর মহাকুমার বুনিয়াদপুর, কুশমন্ডি, হরিরামপুর ও তপন এলাকার মানুষরা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে চিকিৎসার জন্য পরিষেবা নিয়ে থাকেন। কিন্তু সমস্যাটা হল সুপার স্পেশালিটি হাসপাতালে নেই কোনও ধরনের এটিএম পরিষেবা। হাসপাতাল থেকে দু কিলোমিটার দূরে গঙ্গারামপুর বাসস্ট্যান্ডে অথবা হাইরোড চৌপতি চত্বরে  রাতে হাসপাতাল থেকে এসে টাকা তুলতে গিয়ে ভোগান্তির শিকার হতে হয় হাসপাতালের রোগীর আত্মীয় পরিজনদের। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে একটি ঘর করা হয়েছে এটিএম পরিষেবার জন্য কিন্তু তা এখনও চালু না হওয়ায় সে বিষয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় বিনোদ রায় ও সুভাষ দাস জানান, “হাসপাতাল চত্বরে এটিএম পরিষেবা না থাকায় তাদের রাতের অন্ধকারে হাসপাতাল থেকে অনেকটা দূরে যেতে হয়, সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদের দাবি খুব শীঘ্রই স্পেশালিটি হাসপাতালে এটিএম পরিষেবা চালু হোক তাতে সমস্যা সমাধান হবে পাশাপাশি নিস্তার পাবেন রোগীর আত্মীয় পরিজনরা”। এই বিষয়ে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দাস জানিয়েছেন, “সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে এটিএমের প্রয়োজন, আমরা তা চালু করার দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি” ।এখনএটাই দেখার সুপার স্পেশালিটি হাসপাতালে কত তাড়াতাড়ি এই এটিএম পরিষেবা চালু হয়। সেই দিকে তাকিয়ে রয়েছেন গঙ্গারামপুরের কালদিঘির বাসিন্দা সহ রোগীর আত্মীয় পরিজনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *