সুরক্ষিত নারী, সুরক্ষিত বাংলার দাবিতে আন্দোলন মহিলা মোর্চার
বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: “সুরক্ষিত নারী সুরক্ষিত বাংলা” এই দাবিতে সোমবার দুপুরে দেওয়ানগঞ্জ বাজারে আন্দোলনে নামে ভারতীয় জনতা মহিলা মোর্চা। এদিন দেওয়ানগঞ্জ বাজারে অবস্থান বিক্ষোভে বসেন কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের দক্ষিণ মন্ডলের বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। দুপুর ৩টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত দেওয়ানগঞ্জ বাজারে অবস্থান বিক্ষোভ ও পথসভা চলে।এবং সেখানে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলার মহিলা মোর্চার সহ সভানেত্রী রূপা চৌধুরী, বিজেপির জলপাইগুড়ি জেলার মহিলা মোর্চার সম্পাদিকা দূগা ঠাকুর ও হলদিবাড়ি দক্ষিণ মন্ডলের সভানেত্রী স্বপ্না রায় সহ দলের অন্যান্য নেত্রীরাএবিষয়ে বিজেপির জলপাইগুড়ি জেলা সভানেত্রী টিনা গাঙ্গুলি বলেন, ‘রাজ্য জুড়ে মহিলারা অসুরক্ষিত। প্রতিদিন যত্রতত্র ঘটছে খুন ও ধর্ষণের ঘটনা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও মহিলাদের সম্মান সুরক্ষিত নয়। এটাই আজ লজ্জা ও ঘৃণার বিষয়। সে কারণেই আমরা মহিলা মোর্চারা বিভিন্ন জায়গায় এই কর্মসূচির ডাক দিয়েছি।‘