” সেফ ড্রাইভ সেভ লাইভ ” কর্মসূচি
হলদিবাড়ি থানা ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ” সেফ ড্রাইভ সেভ লাইভ ” কর্মসূচি অনুষ্ঠিত হলো হলদিবাড়িতে । রবিবার দুপুরে এই কর্মসূচি পালন করা হলো হলদিবাড়ি শহরের ট্রাফিক মোড়ে । এই দিন মাইক যোগে জন সাধারণকে সচেতন করা হয় । এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হলদিবাড়ি থানার আইসি ডিজি ভুটিয়া , ট্রাফিক ওসি মানস কর সহ অন্যান্য পুলিশকর্মীরা ।
হলদিবাড়ি থেকে অপু দেবনাথ এর রিপোর্ট ।