সেভ ড্রাইভ সেভ লাইভ নিয়ে নিয়ে প্রচার ময়নাগুড়িতে
ময়নাগুড়ি, ১৩ নভেম্বর : কালি পুজোর প্রাক্কালে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতার বার্তা দিলেন ময়নাগুড়ি ট্রাফিক পুলিশ। শুক্রবার ময়নাগুড়ি ট্রাফিক পুলিশ ও হাই ওয়ে ট্রাফিকের উদ্যোগে এবং ময়নামাপাড়া ইউথ ক্লাবের সহযোগিতায় এই সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় ময়নামাপাড়া এলাকায়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ডিএসপি ক্রাইম বিক্রমজিত লামা, ময়নাগুড়ি ট্রাফিক ওসি মানিক দাস, হাই ওয়ে ট্রাফিক মোস্তফা হোসেন, ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সজল বিশ্বাস, স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ ক্লাবের সদস্যরা। এদিন সেভ ড্রাইভ সভা লাইফ নিয়ে বক্তব্য রাখেন ডিএসপি ক্রাইম এবং ট্রাফিক ওসি। তারা উভয়ই হেলমেট ব্যবহার করার কথা জোর দিয়ে বলেন। এছাড়াও এদিন উপস্থিত অতিথিদের সহযোগিতায় পথ চলতি সাইকেল ও বাইকে সেভ ড্রাইভ সেভ লাইফ এর স্টিকার লাগানো হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত জলপাইগুড়ি ডিএসপি ক্রাইম বিক্রমজিত লামা বলেন, ” আজকে ময়নাগুড়ি ট্রাফিক এবং হাই ওয়ে ট্রাফিকের উদ্যোগে আজকে সচেতনতা মূলক অনুষ্ঠান করা হলো। আজকে সকালে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আমরা মানুষকে সচেতন করতে চাই আপনারা মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না। বাইক চালানোর সময় হেলমেট পড়ুন এবং সাবধানতা অবলম্বন করুন।”