সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে সাহায্যের আবেদন জানালান স্বামী শিব চরণ সিংহ।
চোপড়ার কামারগছে বাড়ি বাসন্তী সিংহের ।।
স্বামী শিব চরণ সিংহ তাঁকে বাঁচাতে চাই
স্থানীয় এক চা বাগানে শ্রমিকের কাজ করতো তাঁরা
এখন আর তাঁদের কাজ নেই।
প্রতি সপ্তাহে ডাইলোসিস করতে প্রচুর টাকা লাগে
কোথায় পাবে তাঁরা ?
তাই আজ পুলিশ ও সমাজকর্মী বাপন দাস কে তাঁর বাড়িতে আসার অনুরোধ করে
বাপন বাবু, আজ তাঁর বাড়িতে যায় এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে সাহায্যের আবেদন জানায় মানুষ মানুষের জন্য

