স্কুল খুলতে ভীড় ছাত্র ছাত্রীদের
নিউজ ডেস্ক,মেটেলি: স্কুলের চেনা পরিবেশে মঙ্গলবার পাঠ নিতে হাজির নবম থেকে দ্বাদশ শ্রেনীর পড়ুয়ারা। কেননা করোনা আবহে অনলাইন ক্লাসের পর এদিন খুলল স্কুল কলেজ।আর স্কুল খুলতেই ডুয়ার্সের মেটেলি ব্লকের সমস্ত স্কুল গুলির সামনে পড়ুয়া ও অভিভাবকদের ভিড় দেখা গেল। এদিন শরীরের তাপমাত্রা পরীক্ষা ও হাত জীবাণুমুক্ত করার পর স্কুলে ঢোকার অনুমতি মিলছে। সেইসাথে মুখে থাকতে হবে মাস্ক। এদিন এই ছবি দেখা গেল পূর্ব বাতাবাড়ি সি এম উচ্চ বিদ্যালয়, বিধাননগর উচ্চ বিদ্যালয়, চালসা গয়ানাথ বিধ্যাপীঠ,মেটেলি উচ্চ বিদ্যালয়, রাষ্ট্রভাষা ও সামসিং উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলে। অন্যদিকে মেটেলি ব্লকের বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে যান মেটেলির বি ডি ও বিপ্লব বিশ্বাস।সরকারি স্বাস্থ্যবিধি মেনে যাতে পঠনপাঠন করা হয় সে বিষয়ে শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়াদের সাথেও কথা বলেন তিনি। আবার প্রায় ২০ মাস স্কুল খোলায় এদিন চালসা গয়ানাথ বিদ্যাপীটে তৃণমূল কংগ্রেসের তরফে পড়ুয়াদের হাতে কলম তুলে দেওয়া হয়। বিদ্যালয় খোলায় খুশি ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবক অভিভাবিকারা।