স্তোত্র পাঠ করবেন নজরুল, মহালয়ায় বিশেষ ভিডিও তিয়া মিউজিকের

ক্ষীরোদা রায়, ফালাকাটাঃ মহালয়া উপলক্ষে বিশেষ মিউজিক ভিডিও প্রকাশ করছে ফালাকাটার তিয়া মিউজিক ভিডিও। সেই মিউজিক ভিডিওয় দেবীর স্তোত্র পাঠ করছেন মূসলিম ধর্মের নজরুল হক। দেবীর বন্দনায় তার রচনা স্তোত্র নিজস্ব কন্ঠে পাঠ করেছেন তিনি। তিয়া মিউজিকের স্টুডিওতে তাঁর স্তোত্র পাঠের রেকর্ডিং করা হয়েছে, এখন চলছে মহালয়ার শ্যুটিং। থাকছে দেবী ও অসুরের চরিত্র। দেবীর ভুমিকায় রয়েছেন ফালাকাটার বৈকুণ্ঠ বিএড কলেজের মিউজিকের শিক্ষিকা দীপান্বিতা দাস এবং অসুরের ভূমিকায় রয়েছে তন্ময়।


ফালাকাটা শহরের শীতলাবাড়ি মন্দির সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি জায়গায় শ্যুটিং করা হয়েছে বলে জানালেন তিয়া মিউজিকের কর্ণধার তথা এই মিউজিক ভিডিওর সহকারী পরিচালক দূরদর্শন ও বেতারের ভাওয়াইয়া শিল্পী কবিতা রায়। তিনি বলেন, নজরুল হক মূসলিম ধর্মের হয়েও হিন্দু সংস্কৃতির দেবীর বন্দনা গীত গাইছেন, একটি সমাজের ভেতর ঐক্য ও সংহতির বার্তা পৌঁছে দেওয়ার এত বড় কাজ করার জন্য তাকে শুভেচ্ছা জানাই। নজরুল হক শিকড় লোকসংস্কৃতি গোষ্ঠীর রাজ্য সম্পাদক। ধূপগুড়ির গাদংয়ে বাড়ি। তিনি নিজে দেবীর স্তোত্র রচনা করেন এবং কন্ঠ দিয়েছেন। এছাড়াও মহালয়ার বিশেষ মিউজিক এলবামের জন্য গানও লিখেছেন তিনি। গানগুলিতে সুর দিয়েছেন তরুণ দে। গান গেয়েছেন ধনরাজ সরকার, তরুণ দে ও কবিতা রায়। যন্ত্রসঙ্গীতে সহায়তা করেছেন নিতাই দাস ও তরুণ দে। নৃত্যে সহযোগিতা করেছেন মোনালিসা ঘোষ পাল, অঙ্কিতা দাস, শালিনী রায় ও অনিমা দাস। নৃত্য পরিচালনা করেছেন দীপান্বিতা দাস ও ছন্দনীড় নৃত্যালয়। নজরুল হক বলেন, ধূপগুড়ি গার্লস কলেজের অধ্যাপক নির্মল রায় ও মেদিনীপুরের দীঘার বিডিও বিষ্ণু রায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই মিউজিক ভিডিও তৈরিতে। নজরুল বলেন, আমরা পশ্চিমবঙ্গের মানুষ সবসময় শান্তিকামী এবং পারস্পরিক সংস্কৃতিকে শ্রদ্ধা করি। দেবী দূর্গা সকলের মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *