স্ত্রীর অদম্য লড়াই এবং আইসির তৎপরতায় মিথ্যা মামলা থেকে মুক্তি পেল অসহায় দর্জি।

মালদা:- নিজস্ব সংবাদদাতা:ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার। হরিশ্চন্দ্রপুর সদর এলাকার বাসিন্দা শিব নারায়ন কর্মকার (৫০)। দিনের বেলা ভ্যান রিক্সা চালান।সন্ধ্যার পর জামা কাপড় সেলাইয়ের কাজ করেন। কিছু দিন আগে শেখ মতিউর নামে একজনের কাছে তিনি জামা কাপড় সেলাইয়ের কাজ করে ছিলেন। সেই কাজের জন্য ১৫০০ টাকা পেতেন।কিন্তু টাকা চাইতে গেলে টাকা দিতে অস্বীকার করে মতিউর। যা নিয়ে বচসা বাধে এবং ধাক্কাধাক্কি হয়। শিবনারায়ণ কর্মকার মতিউরের নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাল্টা মতিউর ও লিখিত অভিযোগ দায়ের করে।সেই অভিযোগের ৩০৮ এবং ৩২৬ ধারায় মামলা রুজু হয় শিবনারায়ণ কর্মকারের বিরুদ্ধে।১২ তারিখ সেই অভিযোগ দায়ের হয়। উল্লেখ্য সেদিন ছুটিতে ছিলেন আইসি দেওদূত গজমের। এদিকে এই অভিযোগের ভিত্তিতে ১৫ তারিখ গ্রেফতার করা হয় শিবনারায়ণ কর্মকারকে। স্বামীর গ্রেফতারির পর ন্যায় বিচারের দাবিতে আইসির দ্বারস্থ হন স্ত্রী।তারপরে সরজমিনে সমস্ত ঘটনা খতিয়ে দেখেন আইসি। বুঝতে পারেন মিথ্যা অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। শিব নারায়ন কর্মকারের বাড়িতে গিয়ে দেখতে পান তাদের প্রচন্ড দুরাবস্থা। জরাজীর্ণ টিনের বাড়ি।বাড়িতে নেই বিদ্যুৎ সংযোগ। তারপর আইসির তৎপরতায় গ্রেফতারির একদিনের মধ্যেই জামিন পেলেন শিবনারায়ণ বাবু। আইসির ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ সকলে। পুলিশকে এভাবে সমস্ত ঘটনা খতিয়ে দেখা উচিত মত এলাকাবাসীর। ধন্যবাদ জানিয়েছেন ওই দর্জির স্ত্রী শকুন্তলা কর্মকার।
দর্জির স্ত্রী জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *