স্পেশাল টাস্ক ফোর্সের একটি বড় সাফল্য,বাজেয়াপ্ত কোটি টাকার ব্রাউন সুগার
সঞ্জয় কুমার, শিলিগুড়ি: শিলিগুড়ি ও শিলিগুড়ি শহরকে মাদকমুক্ত করার জন্য একের পর এক নতুন প্রচেষ্টা চলছে। স্পেশাল টাস্ক ফোর্সও মাদক বিরোধী অভিযানে কঠোর পরিশ্রম করছে, স্পেশাল টাস্কফোর্স টিম বুধবার সন্ধ্যায় ফুলবাড়ী বাইপাস এলাকা থেকে প্রায় 6 কেজি 780 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে। এই অভিযানে কোটি কোটি টাকার ব্রাউন সুগারের পাশাপাশি স্পেশাল টাস্কফোর্স দল অভিযুক্তদের গ্রেফতার করেছে। সূত্রের খবর, অভিযুক্তের নাম বিষ্ণু ছেত্রী, আসামের তিনসুকিয়ার বাসিন্দা। সূত্রের খবর, বাজেয়াপ্ত ব্রাউন সুগার পাচারের জন্য নেপালে নিয়ে যাওয়া হচ্ছিল। সূত্রের খবর অনুযায়ী, আরও জানা গিয়েছে এক যুবক ভারত-নেপাল সীমান্তে পানিট্যাঙ্কি এলাকায় বাজেয়াপ্ত করা ব্রাউন সুগার নেওয়ার জন্য অভিযুক্ত বিষ্ণু ছেত্রীর জন্য অপেক্ষা করছিল। গ্রেফতারের পর স্পেশাল টাস্কফোর্স টিম জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত বিষ্ণু ছেত্রী জানিয়েছেন যে নেপালের বাসিন্দা এক যুবক বিজয় দাহাল, ঝাপা নেপালের বাসিন্দা কে ব্রাউন সুগার দেওয়ার জন্য পানিট্যাঙ্কির দিকে যাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে খবর পাওয়ার পর স্পেশাল টাস্ক ফোর্স এই বড় সাফল্য পেয়েছে। উভয় অভিযুক্তকে গ্রেফতারের পর, দার্জিলিং জেলার অধীনে খরিবাড়ী থানায় এনডিপিএসের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের পর, উভয় অভিযুক্তকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে হাজির করা হয়েছে, আদালতে হাজির করার পর, বিশেষ তদন্তকারী দল আরও তদন্তের জন্য আদালত থেকে 14 দিনের রিমান্ডের আবেদন করেছে।