স্বপ্নার মাথায় আশীর্বাদ সারিন্দার যাদুকর মঙ্গলাকান্তের, অভয় দিলেন “পাশে আছি”

ডেস্ক নিউজ: রাজবংশী সমাজের জীবন্ত কিংবদন্তি তথা বঙ্গ রত্ন মঙ্গলাকান্ত রায় ১২৬ বছর বয়সেও চল্লিশ কিলোমিটার দূরে আর এক আইকনের বাড়ি গিয়ে আশীর্বাদ করে আসলেন। রাজবংশী যুব সমাজের আইকন স্বপ্না বর্মনের মাথায় আশীর্বাদ করে মঙ্গলাকান্ত বাবু অভয় দান করলেন ” ভয় পেয়ো না পাশে আছি”। যার সারিন্দার বাজনায় মজে ওঠেন আবালবৃদ্ধবনিতা তিনি আজ পৌঁছলেন দেশের রত্ন সোনার মেয়ে স্বপ্নার বাড়িতে। বিশিষ্ট সারিন্দা বাদক মঙ্গলাকান্ত রায় দেখা করলেন এশিয়ান গেমসে সোনা জয়ী অর্জুন স্বপ্না বর্মনের সঙ্গে। আজ জলপাইগুড়ি তে স্বপ্নার বাড়িতে যান তিনি। গত ১৩ই জুলাই ফরেস্ট ডিপার্টমেন্টের বৈকুণ্ঠ পুর রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত স্বপ্নার বাড়িতে অভিযান চালান। অভিযোগ স্বপ্না অবৈধভাবে কাঠ কিনেছেন। উল্লেখ করা যায় প্রতি বছর তিস্তা নদী থেকে ভেসে আসা কাঠ পাওয়া যায়। সেই রকম নাম না জানা গাছের কাঠ যা কম দামে কেনেন স্বপ্না। অভিযান চালিয়ে বন দফতরের ঐ আধিকারিকও চিনতে পারেননি ঐ কাঠ। তা সত্বেও তিনি নোটিশ জারি করেন। স্বপ্নার প্রতি অপমানজনক কথাবার্তাও বলতে শোনা যায় ঐ দিন। সোনার মেয়ে স্বপ্নাকে এভাবে অপদস্থ করা হয়েছে দেখে প্রতিবাদ জানায় রাজবংশী সমাজ। অবশেষে আসরে নামেন মুখ্যমন্ত্রী। তিনি স্বপ্নার নামে সমস্ত অভিযোগ তুলে নেন। ঐ অফিসারের বদলির কথাও ঘোষণা করেন তিনি। অশতিপীর বৃদ্ধ মঙ্গলাকান্ত রায় হলেন উত্তরের একজন বঙ্গরত্ন সন্মান জয়ী। ১২৬ বছর বয়সের এই সারিন্দা বাদক স্বপ্নাকে উৎসাহ প্রদান করেন এবং এই কঠিন পরিস্থিতিতে তার পাশে থাকার বার্তা দেন। স্বপ্নাও তার কাছ থেকে যুদ্ধে জয়ী হওয়ার আশির্বাদ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *