স্বপ্নের দিশারী প্রকল্পের উপভোক্তাদের হাতে শংসাপত্র

নিউজ ডেস্ক,মাথাভাঙ্গা: পশ্চিমবঙ্গ সরকারের পৌর দপ্তরের উদ্যোগে বাংলার বাড়ি স্বপ্নের দিশারী প্রকল্পে উপভোক্তাদের হাতে শংসাপত্র প্রদান করে মাথাভাঙ্গা পৌরসভা। সোমবার বিকেলে মাথাভাঙা পৌরসভার নজরুল সদন মঞ্চে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান।উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চেয়ারম্যান প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়, মাথাভাঙা মহাকুমার শাসক অচিন্ত্য কুমার হাজরা, মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প বাংলার বাড়ি স্বপ্নের দিশারী এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের শংসাপত্র প্রদান করা হয়। এদিনের এই কর্মসূচিতে জেলাশাসক বলেন রাজ্য সরকারের এই প্রকল্প বিভিন্ন পৌরসভার সাথে সাথে মাথাভাঙ্গা পৌরসভাতে চালু হয়েছে। আশাকরি প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবেন। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন রাজ্যের সমস্ত পৌরসভাতে যারা বসবাস করেন। যাদের বাড়ি নেই তাদের বাড়ি করবার জন্য অর্থ বরাদ্দ করছেন উপভোক্তাদের। সেই অর্থে বাড়ি করছেন এই প্রকল্পে আজকে উপভোগ তাদের হাতে শংসাপত্র দেওয়ার পরিকল্পনা নেওয়াতে সত্যিই আমরা খুশি।পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাথাভাঙ্গার মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা।মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক বলেন,বাংলার বাড়ি প্রকল্পের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এটাকে বাস্তবায়িত করছি স্বচ্ছতার সঙ্গে তাই স্বচ্ছতার সঙ্গে খোলামেলা সকলের উপস্থিতিতে উপভোক্তাদের হাতে সংশা পত্র প্রদান করা হল ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ পৌরসভা গ্রহণ করবে এবং অতীতে মাথাভাঙ্গা পৌরসভা পুরো নাগরিকদের সেবায় নিয়োজিত ছিল এখনও আছে ভবিষ্যতেও মানুষকে সঙ্গে নিয়ে মাথাভাঙ্গা পৌরসভা এগিয়ে যাবে এ প্রত্যাশা আমি করছি। আজকের এই কর্মসূচিতে বিভিন্ন ওয়ার্ড থেকে প্রচুর উপভোক্তা এবং সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে মাথাভাঙ্গা নজরুল সদন হল ঘরে। অনেক উপভোগ তাদের মুখ থেকেশংসাপত্র পাওয়ায় বেশ খুশি হয়েছেন এমনটা ই শোনা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *