স্বাধীনতার অমৃত মহা উৎসব উপলক্ষে সাইকেল রেলি
নিউজ ডেস্ক, মাথাভাঙ্গা:৭৫ তম স্বাধীনতার অমৃত মহা উৎসব উপলক্ষে অখিল ভারতীয় সীমা সুরক্ষা বল আয়োজিত সাইকেল রেলি আজ সকাল পৌনে দশটায় শীতলকুচি ব্লকের প্যালকার হাট স্থিত বিএসএফ এর অমৃত বিওপি থেকে মাথাভাঙ্গা ব্লকের সাত গ্রামের দিকে রওনা হয়েছে।
জানা যায় বিএসএফের গৌহাটি হেডকোয়ার্টারের অধীন ত্রিপুরার অখরা সীমান্ত বিওপি থেকে এই সাইকেল রেলি শুরু হয়েছে, এই রেলি ১২ডিসেম্বর’২০২২ কলকাতার দক্ষিণ 24 পরগণা জেলার টেগরভিলা বিওপিতে পৌছবে। সর্বমোট ১৫৫৮ কিলোমিটার রাস্তা তারা এই সাইকেল র্যালি করে পারি দেবেন।
বিএসএফের তরফে জানানো হয়েছে যে তাদের এই সাইকেল রেলির মূল উদ্দেশ্য হলো সীমান্তবর্তী এলাকায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং জাতীয় ঐক্যকে সুদৃঢ় করে সীমান্তবর্তী মানুষের মনে গণজাগরণ গড়ে তোলা।