স্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন
আব্দুল ওহাব,মালদা: মঙ্গলবার দুপুরে ইংলিশ বাজার পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের নেতাজি পার্ক এলাকায় একটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হল। উদ্বোধন করলেন ইংলিশবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
জানা যায় ইংলিশ বাজার পৌরসভার ২৯ টি ওয়ার্ড জুড়েই পৌর সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে ইংলিশবাজার পৌরসভা। সেই মতো ইংলিশবাজার পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের নেতাজি পার্ক এলাকায় নেতাজি পার্ক পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার অন্যান্য কাউন্সিলররা।