স্বাস্থ্য বিধি মেনে বিদ্যালয়ে পঠনপাঠন চালুর দাবি বিটিসি’র
নিজস্ব প্রতিবেদক, কোচবিহার : স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ের পঠন পাঠন চালু করা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস নির্ধারণ এবং পরীক্ষার নির্ঘন্ট প্রকাশের দাবিতে সোমবার জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি প্রদান করল বিজেপি টিচার্স সেল। এদিন কোচবিহারের ডিআই(মাধ্যমিক) অফিসে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা আহ্বায়ক বিনয় সরকার, রাজ্য কমিটির সদস্য ফুলকুমার দাস, জাতীয় পরিষদের সদস্য নিত্যানন্দ মুন্সি প্রমুখ।তারা জানান কোভিড-১৯ সংক্রমণের কারণে প্রায় ৮ মাস ধরে বিদ্যালয়গুলো বন্ধ। অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের পঠন-পাঠন চললেও তার উপযোগিতা নিয়ে সন্দেহ আছে। রাজ্যের প্রান্তিক অংশের বিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা এই দূর শিক্ষার সুবিধা থেকে বঞ্চিত। এক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। উল্লিখিত পরীক্ষা নিয়ে পর্ষদ ও শিক্ষা সংসদ এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। সিলেবাস ও প্রশ্ন পদ্ধতি নিয়ে ছাত্র-ছাত্রীদের মনে নানা ধোঁয়াশার উদ্রেক ঘটেছে। শিক্ষা দপ্তর চাইলেই প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ের পঠন পাঠন চালু করতে পারে। বিশেষ করে দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের উদ্বেগের অবসানের জন্য বিদ্যালয়গুলিতে পড়াশোনা শুরু করা খুবই প্রয়োজন। কারণ আর প্রায় তিন মাস পরেই তাদের পরীক্ষায় বসার কথা। তাই আমরা অবিলম্বে বিদ্যালয়ের পঠন-পাঠন চালু করা নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)-এর কাছে স্মারকলিপি প্রদান করেছি। পঠন-পাঠন শুরুর পূর্বে বিদ্যালয়গুলি স্যানিটাইজ করার দাবিও জানানো হয়েছে।