স্বেচ্ছায় রক্তদান শিবির
নিউজ ডেস্ক,মালদা: মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং হরিশ্চন্দ্রপুর থানার পরিচালনায় মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর থানা প্রাঙ্গনে কমিউনিটি হলে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এদিনের এই পুলিশ কর্মীসহ এলাকার প্রায় শতাধিক ব্যক্তি রক্তদান করে বলে জানা গেছে। এদিনের এই রক্তদান শিবিরে রক্তদান করেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমের।
পুলিশ প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে জেলায় রক্ত সংকট মেটাতে পুলিশের এই উদ্যোগ। সারা জেলা বিভিন্ন থানায় এই রক্তদান শিবির করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন রক্তদাতাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি করে লাল গোলাপ এবং মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।