স্বেচ্ছাসেবীদের করোনা ভ্যাকসিন দেওয়ার আবেদন
ময়নাগুড়ি, ৮ মে : শনিবার ময়নাগুড়ির ফিনিক্স ফাউন্ডেশনের উদ্যোগে ময়নাগুড়ির ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ একাধিক প্রশাসনিক দফতরে ডেপুটেশন দেওয়া হয়। উল্লেখ্য, ময়নাগুড়ি ব্লকের বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন গত বছর নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। করোনা সচেতনতা থেকে শুরু করে তাদের পাশে থেকে উৎসাহিত করার কাজ করেছিলেন। গত বছর লকডাউনে নিজেদের জীবনকে বিপন্ন করে অসহায়, গরীব মানুষদের পাশে থেকেছেন ময়নাগুড়ির স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। মূলত এরাই হলো আসল “করোনা যোদ্ধা”। কিন্তূ এতো কিছুর পরেও রাজ্যে যেখানে সমস্ত ধরণের কর্মী থেকে শুরু করে সকলেই প্রথম পর্যায়ে করোনা যোদ্ধা হিসাবে ভ্যাকসিন পেলেন, সেখানে ব্রাত্য থেকেছেন “করোনা যোদ্ধারা”। তাই মনের মধ্যে ক্ষোভ না রেখে একেবারে অনুরোধের ভঙ্গিমায় স্মারকলিপি তুলে দিলেন শনিবার। এদিন ময়নাগুড়ির বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন একত্রিত হয়ে ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক, বিডিও, আইসিকে এই স্মারকলিপি তুলে দেন।”