স্বেচ্ছাসেবীর মেলবন্ধনের বার্তা
অপু দেবনাথ, হলদিবাড়ি: রাখী বন্ধন উৎসব পালন করলেন বঙ্গীয় সমাজ বন্ধু সমাজ সেবী সংস্থা । সংস্থার পক্ষ থেকে এইদিন হলদিবাড়ি থানা , আগুন নির্বাপক অফিস , হাসপাতাল , পৌরসভা , বিট অফিস ও রেল স্টেশন এর সকল কর্মীদের ও পথচলতি মানুষদের হাতে রাখী পরিয়ে মিষ্টি মুখ করান সংস্থার সদস্যরা । এই দিন সংস্থার পক্ষ থেকে
উপস্থিত ছিলেন – সংস্থার সহ সভাপতি শিব শঙ্কর বোস , সম্পাদক উজ্জ্বল চ্যাটার্জী , অনুরাধা সাহা , শিলাচি কুন্ডু , প্রীতি সাহা , স্বনালি দাস , সায়ন সাহা , প্রিয়া সরকার , তিতলি দাস , সন্দীপ আগরওয়াল , শিখা বণিক , রুমা রায় , কৌশিক দে , রীতেশ দুবে সহ অন্যান্যরা।