স্মারকলিপি প্রদান

নদীতে জমা করে রাখা বজরি,পাথর উত্তোলন করার দাবিতে মঙ্গলবার বিডিও র কাছে গন ডেপুটেশন দিল বালি পাথর তোলার কাজে নিযুক্ত শ্রমিকরা। এ প্রসঙ্গে শ্রমিকদের পক্ষে শরিফুল ইসলাম ,মঞ্জিল হক, আবু ইউনুস প্রমুখরা জানান প্রশাসন কর্তৃপক্ষ চেল ও নেওরা নদী থেকে বজড়ি, পাথর ইত্যাদি উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করায় তারা প্রায় এক মাস ধরে উল্লেখিত ওই নদীর দুইটি থেকে জমা করে রাখা বজরি পাথর তুলে কারো কাছে বিক্রি করতে পারছেন না। কাজে নিযুক্ত সকল শ্রমিকের প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার বজরি ,পাথর মজুদ করে রাখা আছে বলে জানান তারা। বর্ষার আগে যদি সেগুলো নদী থেকে উত্তোলন করা না যায় তাহলে বর্ষার জলে সেগুলো ভেসে চলে গেলে তারা বড়োসড়ো ক্ষতির মুখে পড়বেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।উত্তোলনের কাজে নিযুক্ত শ্রমিকদের আর্থিক ক্ষতির বিষয়টি বিবেচনা সাপেক্ষে প্রশাসন যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেন সেই সেই লক্ষ্যেই এদিন তারা বিডিওর কাছে গণ ডেপুটেশন জমা দেন বলে জানান জানান তারা।এই প্রসঙ্গে বিডিও প্রবীর কুমার সিনহা বলেন, তার কাছে আগাম কোনো অ্যাপোয়েন্টমেন্ট না নিয়েই এ দিন তারা যেভাবে ডেপুটেশন দিতে এসেছিলেন তা একদম সিস্টেমের মধ্যে পড়ে না। ডেপুটেশন প্রদানকারীরা এলাকার স্থানীয় মানুষজন বলে সৌজন্যতার খাতিরে দাবি পত্রটি নেওয়া হয়েছে। স্কুটিনি করে দেখার পর যদি তাদের দাবী দেওয়ার মধ্যে কোন সারবত্তা থাকে তাহলে পদক্ষেপ নেওয়ার জন্য বিষয়টি জেলা প্রশাসনকে জানাবেন বলে জানান তিনি।

ক্রান্তি থেকে এমডি রাসেল এর রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *