স্মারকলিপি প্রদান
নিউজ ডেস্ক,মালদা: মালদা অর্গানাইজড আন-এডেড মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে রাজ্য সরকার দ্বিচারিতা করছে। শিক্ষকরা দু’মাস ধরে কোনও বেতন পাচ্ছেন না। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধে দেওয়া হচ্ছে না। মিড-ডে মিল, সবুজ সাথী, কন্যাশ্রী-সহ বিভিন্ন ধরনের সুবিধে থেকে বঞ্চিত রাখা হয়েছে। তারই প্রতিবাদ জানিয়ে বুধবার জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়ার কাছে ডেপুটেশন দিল ওয়েস্ট বেঙ্গল অর্গানাইজড আন-এডেড মাদ্রাসা টিচার্স অর্গানাইজেশন। অর্গানাইজেশন-এর মালদা শাখার সভাপতি ফর্মান আলি অভিযোগ করে বলেন, ‘আমাদের অর্গানাইজড মাদ্রাসাগুলিকে ২০১৩ সালে অনুমোদন দেওয়া হয়। এতদিন ঠিকঠাক চললেও এখন সব বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের জেলায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তাহলে আমরা যাব কোথায়? সরকারকে তার বিহিত করতে হবে।’