হজ যাত্রায় রওনা

মুসলিম ধর্ম মতে ইসলামের চতুর্থ স্তম্ভ হজ করা। সেই উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় যাওয়ার জন্য আজকে বাড়ি থেকে বের হচ্ছেন হজ্বযাত্রীরা। ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ধলাবাড়ি দুইজন, চেলপার একজন ও উত্তরমাঝগ্রাম মৌজা একজন সৌদি আরবের মক্কায় হজ করার উদ্দেশ্যে আজকে রওনা হলেন।ধলাবাড়ি গ্রামের খয়রুল বসার,জাহানারা খাতুন, উত্তর উত্তরমাঝগ্রাম সেরাজুল হক, চেলপার মোজাম্মেল হক । হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয় বিশিষ্ট সমাজসেবী পদ্মশ্রী করিমুল হক ও সমাজসেবী মেহেবুব আলম, এবং ধলাবাড়ি মসজিদ কমিটির পক্ষ থেকে এছাড়াও কাঠাম বাড়ি মাজার সোসাইটির পক্ষ থেকেও অভ্যর্থনা জানানো হয়। এদিন কাঠামবাড়ি মাজার প্রাঙ্গণে এক বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এবং হজ যাত্রী সমবেত মুসলিম সম্প্রদায়ের মানুষজন বিশ্ব শান্তির উদ্দেশ্যে দোয়া মোনাজাত করেন। হজযাত্রীদের মধ্যে খয়রুল বসার,মোজ্জামেল হক, সেরাজুল হক ,জাহানারা খাতুন, জানান আমরা মুসলিম শরীয়ত মোতাবেক সৌদি আরবের মক্কায় হজ করতে যাচ্ছি, বিশ্বের সকল সম্প্রদায়ের মানুষ সুখে শান্তিতে বসবাস করুক আজকের দিনের এই কামনাই করছি। প্রসঙ্গত উল্লেখ্য বিগত দুবছর করোনা আবহে হজ্বযাত্রীরা হজ করতে যেতে পারেনি, জলপাইগুড়ি জেলা থেকে এবার ৯ জন মহিলা সহ ৩২ জন হজযাত্রী সৌদি আরবে মক্কায় যাচ্ছেন হজ করতে সূত্র মারফত জানা গেছে । হজযাত্রীদের নিয়ে এলাকার লোকজনের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

ক্রান্তি থেকে এমডি রাসেল এর রিপোর্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *