“হট ফ্রাইডে-তে” প্রার্থী ঘোষণার দিকে নজর আট থেকে আশির
জগদা রায়, কলকাতা: ফ্রাইডে মানে সিনেমা রিলিজ হওয়ার দিন। ফ্রাইডে মানে নতুন সিনেমা দেখতে যাওয়ার দিন। ফ্রাইডে একটা সময় ছিল তৃণমূলের অবিচ্ছেদ্য অঙ্গ। তৃণমূল প্রতি ভোটে শুক্রবারই প্রার্থীর নাম ঘোষণা করে। সেই শুক্রবারে থাবা বসাল অন্য দলগুলিও। মেগা, হাইভোল্টেজ, গরমাগরম, উত্তপ্ত, বিষাদ, মনভাঙা, হাসির, আনন্দের শুক্রবার হতে চলেছে আজ। সকাল সকাল অলি-গলি থেকে শুরু করে তস্য গলি অবধি আট থেকে আশির সবার নজর মিডিয়ার হট খবরের দিকে। এবারের ভোট একেবারেই অন্য রকমের। হাওয়ার যে কত ভূমিকা আছে মালুম করতে পেরেছে সবাই। কত খবর যে হাওয়ায় উড়ছে তার শেষ নেই। কার কপাল ভালো আর, কপাল খারাপ বোঝা যাবে দুপুরের মধ্যেই। তার মধ্যেই খবর নন্দীগ্রামে হতে পারে পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত লড়াই। মমতা বনাম শুভেন্দু। প্রার্থী হতে পারেন অনেকেই। আবার বাদ যাবেনও প্রচুর। বিজেপির রাজু বন্দোপাধ্যায়, সব্যসাচী, সায়ন্তন, রাহুল সিনহা, শোভন, বৈশাখী, রাজীব, মনোজ টিগ্গার নাম থাকতে পারে। বাবুল সুপ্রিয় ভবানীপুরে ঝটকা দিতে পারেন। থাকতে পারে রুদ্রনীল, শ্রাবন্তীর নাম। তৃণমূলের নতুন নাম প্রচুর। টলিউডের অনেকের নাম আছে। পুরোনো-নতুনের সমাবেশ ঘটবে তৃণমূলের প্রার্থী তালিকায়। সোহম, সায়নী, কাঞ্চন মল্লিক, সুদেষ্ণা, রাজ চক্রবর্তী সহ অনেকের নাম ঘোরাফেরা করছে। সিপিএমে শতরূপ, ঐশি, মধুজা, মমতা রায়, নগেন্দ্রনাথ রায়, অক্ষয় ঠাকুর, সুজন চক্রবর্তী সহ নতুন-পুরোনো অনেকেই আছেন প্রার্থী তালিকায়। তবে সব সম্ভাবনার জল্পনা কল্পনা শেষ হবে আর কয়েক ঘন্টা পরেই।