হলদিবাড়িতে কিষান জাঠা
অপু দেবনাথ, হলদিবাড়ি: কেন্দ্রের বিজেপি সরকারের তিনটি কালা কৃষি আইন বাতিলের দাবিতে মঙ্গলবার হলদিবাড়িতে এসইউসিআই দলের কৃষক সংগঠন এআইকেকেএমএসের ডাকে আঙ্গুলদেখা বাজার থেকে হলদিবাড়ি শহর অবধি ৫ কিলোমিটার রাস্তায় কিষাণ জাঠার আয়োজন হয়। বেলা ৩ টায় আঙুলদেখায় কিষাণ জাঠার উদ্বোধন হয়। এই দিনের কৃষাণ পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রায় তিন শতাধিক মানুষ। মিছিলে নেতৃত্ব দেন এ আই কে কে এম এস এর রাজ্য কমিটির সদস্য রুহুল আমিন সরকার ,হলদিবাড়ি ব্লক কমিটির কৃষক নেতা আব্দুস সাত্তার সরকার ,তপন রায় সহ আরো অনেকে। দিল্লির সিংঘু ,টিকরি এবং গাজীপুর বর্ডারে আন্দোলনরত কৃষকদের আন্দোলনকে সমর্থন জানাতে হলদিবাড়ি থেকে তপন রায় এবং হরিপদ সরকার দিল্লিতে যান সেখানে তারা আন্দোলনকে স্বচক্ষে দেখে আসেন এবং প্রায় ১৫ দিন থাকেন নেতা হরিপদ সরকার এবং তপন রায়। তাদের কে আজকের কিষাণ জাঠায় সংবর্ধনা জ্ঞাপন করা হয় শিক্ষক সংগঠন বিপিটিএ এবং ছাত্র সংগঠন ডিএসওর পক্ষ থেকে। এছাড়াও হলদিবাড়ির কৃষক আন্দোলনের নেতা আব্দুস সাত্তার সরকার এবং রুহুল আমিন সরকার কে সংবর্ধনা জ্ঞাপন করে মহিলা সাংস্কৃতিক সংগঠনের তুলি সরকার। বেলা তিনটায় আঙ্গুল দেখা বাজারে কিষাণ জাঠার উদ্বোধন হয় । উদ্বোধন করেন আনারুল হক বর্ষিয়ান কৃষক নেতা। হলদিবাড়ি শহরে এসে কিষাণ জাঠা শেষ হয় বিকাল ৫টায় । এর পরেই হলদিবাড়ি বাস স্ট্যান্ডের সামনে একটি পথ সভার আয়োজন করা হয়। পথসভায় বক্তব্য রাখেনএআইকেকেএমএসের রাজ্য কমিটির সদস্য রুহুল আমিন সরকার এবং আবদুস সাত্তার সরকার , হলদিবাড়ি ব্লক সম্পাদক আবদুস সাত্তার সরকার। সাত্তার জানান, কেন্দ্রের বিজেপি সরকারের তিনটি কৃষি আইন অবিলম্বে বাতিলের দাবিতে এবং দেশজুড়ে চলমান আন্দোলনকে শক্তিশালী করতে আজকের এই কিষাণ জাঠা। আমরা অবিলম্বে তিনটি কৃষি আইন বাতিলের দাবি জানাচ্ছি এবং আপামর জনগণকে এই আন্দোলনে অংশগ্রহণ করার অনুরোধ জানাচ্ছি আমরা সমস্ত মানুষ সংঘবদ্ধভাবে আন্দোলনে এগিয়ে আসলে কৃষি আইন বাতিল করা সম্ভব হবে।
রুহল জানান,এই তিনটি কৃষি আইন শুধু কৃষকের পক্ষে সর্বনাশা তা নয়,সমস্ত সাধারণ মানুষের পক্ষে বিপদজনক। তাই আবিলম্বে তিনটি কৃষি আইন বাতিলের দাবি জানাই আমরা।
আজকের এই কিষান জাঠা দেখতে পথের দু’ধারে উৎসাহী মানুষের ভিড় জমে যায় তাদের অনেকের সঙ্গে কথা বলে তারা জানিয়েছেন তারা ওই কৃষি আইন বাতিল চান।