হলদিবাড়িতে প্রস্তুতি সভা
সারের কালোবাজারি সহ বিভিন্ন বিষয় নিয়ে জেলা কৃষি আধিকারিকের কাছে আগামী ২৪ তারিখ স্মারকলিপি প্রদান করা হবে। তারই প্রস্তুতি স্বরূপ সভা অনুষ্ঠিত হয় হলদিবাড়িতে।মঙ্গলবার বিকেলে তৃণমূলের কিষাণ ক্ষেতমজদুরের হলদিবাড়ি ব্লক কমিটির উদ্যোগে রেলগেট সংলগ্ন তৃণমূলের কার্যালয়ে এই বৈঠকের আয়োজন করা হয়।
এদিনে সবাই উপস্থিত ছিলেন কৃষাণ খেত মজদুরের হলদিবাড়ি ব্লক কমিটির সভাপতি শামসের আলী সরকার, হলদিবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি গোপাল চন্দ্র রায়, শহর তৃণমূলের সভানেত্রী পূরবী চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা।
শামসের আলী সরকার বলেন জেলা কৃষি আধিকারিকের কাছে আগামী ২৪ তারিখ যে স্মারকলিপি প্রদান করা হবে তারই প্রস্তুতি হিসেবে এদিনের এই বৈঠক। সেই সঙ্গে এদিনের বৈঠকে দল বিরোধী কাজের জন্য তৃণমূলের কিষাণ ক্ষেতমজদূরের এক অঞ্চল কমিটির সভাপতিকে বহিস্কার করা হয়।
হলদিবাড়ি থেকে অপু দেবনাথ এর রিপোর্ট ।