হলদিবাড়িতে একই পরিবারের ৮ সদস্য সহ করোনা আক্রান্ত ১০

নিজস্ব সংবাদদাতা, হলদিবাড়ী: আবারও হলদিবাড়ি শহরে করোনা আক্রান্তের হদিস মিলল। গত রবিবার হলদিবাড়ি শহরের নবনির্মিত বাস টার্মিনাসে লালারস সংগ্ৰহ করা হয়েছিল। শুক্রবার একই পরিবারের ৮ সদস্য সহ মোট ১০ জনের রিপোর্ট পজেটিভ আসে। করোনা সংক্রামিতরা সকলেই হলদিবাড়ি শহরের পুর এলাকার বাসিন্দা বলে জানা যায়। হলদিবাড়ি শহরের ৬ নম্বর ওয়ার্ডের মেলার মাঠ এলাকায় একই পরিবারের ৮জন সদস্য করোনা আক্রান্ত।হলদিবাড়ি প্রশাসন সূত্রে খবর এই পরিবারের একজন সদস্য হলদিবাড়ি বালিকা বিদ্যালয়ের গ্ৰুপ ডি এর কর্মী।
স্বাভাবিক ভাবেই তিনি একাদশ শ্রেণীর ভর্তির সময় ও মিড-ডে মিল এর চাল দেওয়ার সময় স্কুলে উপস্থিত ছিলেন কিনা বা ছাত্রীদের সংস্পর্শে এসেছে কিনা তা নিয়ে খোঁজ নিচ্ছে হলদিবাড়ির প্রশাসন।অন‍্যদিকে,হলদিবাড়ি পুর শহরের ৪নম্বর ওয়ার্ডের ধারানগর কলোনিতে করোনা সংক্রামিত দুই বাসিন্দা।এদের মধ্যে একজন হলদিবাড়ি বাজারে সবজির ব‍্যবসা করেন বলে জানা যায়।এ ঘটনা নিয়ে হলদিবাড়ি শহরে আতঙ্ক ছড়িয়েছে।
এদিন ওই দুই সংক্রামিত এলাকায় যান হলদিবাড়ির বিডিও সঞ্জয় পন্ডিত, হলদিবাড়ি থানার আইসি দেবাশিষ বসু ,পুর সভার প্রধান করণিক ইন্দ্রজিৎ সিংহ,মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ‍্য রায় প্রধান সহ পুর স্বাস্থ্য কর্মীরা।পড়ে সংক্রামিত এলাকাগুলিকে স‍্যানিটাইজ করা হয়।
এবিষয়ে হলদিবাড়ির বিডিও সঞ্জয় পন্ডিত বলেন, ওই ১০জন সংক্রামিতদের শরীরে কোনো উপসর্গ না থাকায় তাঁদের হোম কোয়ারান্টিনে থাকতে বলা হয়েছে। ওই দুই সংক্রামিত এলাকা কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *