হলদিবাড়ি রেড ক্রস সোসাইটির তরফে স্যানিটাইজার করা হল হলদিবাড়ি বাজারে
অপু দেবনাথ, হলদিবাড়ি: শুক্রবার হলদিবাড়ি রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে স্যানিটাইজার করা হল হলদিবাড়ি বাজার সহ বিভিন্ন পরিবহন যেমন বাস , ট্রাক , টোটো , বাইক আরও বিভিন্ন যানবাহন গুলিতে । এই দিন স্যানিটাইজার করার জন্য হলদিবাড়ি বাজার বন্ধ থাকায় হলদিবাড়ি রেড ক্রস সোসাইটি সেনিটাইজার করে । রেড ক্রস সোসাইটির পক্ষ থেকে প্রদীপ কুমার দে বলেন – করোনা ভাইরাস যে ভয়ঙ্কর আকার ধারণ করেছে এই মুহূর্তে সারা ভারতবর্ষে এবং তার ছোয়া পশ্চিমবঙ্গে লেগেছে এর হাত থেকে সচেতন রক্ষা করার জন্য আমাদের ভারতীয় রেড ক্রস সোসাইটির
এই দায়িত্ব গ্রহণ করেছে মানুষকে সচেতন করার জন্য । সেনিটাইজার কর্মসূচি আমরা প্রত্যেক শুক্রবার হলদিবাড়ি বাজার সহ বিভিন্ন যানবাহন গুলিতে করবো । এবং প্রতিদিন আমরা হলদিবাড়ি বাজারে মাইক যোগে সচেতনা মূলক প্রচার করি , যাতে মানুষ সচেতন হয় । এছাড়াও প্রতি রবিবার করে ফ্রী মেডিকেল ক্যাম্প করা হবে । এই দিন উপস্থিত ছিলেন – রেড ক্রস সোসাইটির সম্পাদক লক্ষী নারায়ণ লাহটি , প্রদীপ কুমার দে , সুশীল ঘোষ , পঙ্কজ সরকার , অশোক সাহা , পরেশ সরকার , অর্জুন মুজুমদার সহ অন্যান্যরা।