হাতির দাঁত পাচারের ঘটনায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড হল দুই বমালের

২০১৪ সালে হাতির দাঁত পাচারের ঘটনায় ধরা পড়ে বাবলু মুন্ডা ও মৃণাল ওঁরাও নামে দুই বমাল।
হাতির দাঁত পাচারের ঘটনায় ২ জনের ৫ বছর করে সশ্রম কারাদণন্ডের আদেশ দিলো আদালত। ওই সাজা শুনিয়েছে আলিপুরদুয়ার এসিজেএম – টু আদালত। ৫ মে সাজা ঘোষণা করা হয়। তবে জলদাপাড়া ডিভিশনের তরফে বিষয়টি প্রকাশ্যে ঘোষণা করা হয় রবিবার। ২০১৪ সালে হাতির দাঁত পাচারের ঘটনায় বমাল ধরা পড়ে বাবলু মুন্ডা ও মৃণাল ওঁরাও। ১৯৭২ সালের বন্যপ্রাণ সংরক্ষণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। ৮ বছর পর তাদের সাজা ঘোষণা করা হল।দীর্ঘদিন পর সাজা ঘোষনা হওয়ায় খুশি বন দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *