হাতির হানায় ফসল নষ্ট, রেঞ্জ অফিস ঘেরাও মহিলা সহ বাসিন্দাদের
সুব্রত রায়, ধূপগুড়ি: হাতির হানায় বারবার নষ্ট হচ্ছে ফসল। কিন্তু বনদপ্তরের কাছে আবেদন করেও মিলছেনা সাহায্য। তাই এবার বাধ্য হয়েই মরাঘাট রেঞ্জ অফিসের সামনে আন্দোলনে বসে পড়লেন ধূপগুড়ি ব্লকের নিরঞ্জনপাঠ এলাকার বাসিন্দারা। রেঞ্জ অফিসে এসে বাধার মুখে পড়তে হয় বলেও দাবি বাসিন্দাদের। আত্মহত্যা নয়, ক্ষতিপূরণ চাই এই দাবিতে আন্দোলনে নামেন সোনাখালি জঙ্গল সংলগ্ন নিরঞ্জনপাট এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা তুলসী রায় জানান,” হাতির হানায় প্রতিদিনই নষ্ট হচ্ছে ফসল। বনদপ্তরকে বারবার জানিয়েও মিলছেনা সাহায্য। তাই বাধ্য হয়েই আজকে আন্দোলনে বসেছি আমরা। আমাদেরকে অফিসে ঢুকতে দেওয়া হয়নি।”উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে ২০ থেকে ২৫ টি হাতির একটি দল নষ্ট করে দেয় প্রায় চার থেকে পাঁচ বিঘা আলুর ক্ষেত। বনদপ্তরকে জানান হলেও তারা আসেননি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাই বাধ্য হয়েই এদিন মরাঘাট রেঞ্জ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন তারা। পার্থ রায় জানান,” প্রায় প্রতিদিনই হাতির হানায় নষ্ট হচ্ছে ফসল।চাষ করে যদি ফসল ঘরে তুলতে না পারি তাহলে চাষ করে কি হবে।কেননা বনদপ্তর কে জানানো হলেও তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি এমনকি ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাটুকু করেনি। তাই যতক্ষণ পর্যন্ত আমাদের সমস্যার সমাধান হবে না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।”