হাতির হানায় মৃত্যু মহিলার
বাপ্পা রায় এবং পার্থ রায়,ময়নাগুড়ি, ৯ জানুয়ারি : ক্রমশ লোকালয়ে বাড়ছে হাতির আক্রমণ । উত্তরবঙ্গের আনাচে কানাচে প্রায় প্রতিদিনই এই ঘটনা নজরে আসে। কোনদিন হয়তো কারো ফসল নষ্ট করছে নয়তো বা স্কুলের মিড ডে মিলের ঘরে আক্রমণ। সোমবার ভোর বেলা ময়নাগুড়িতে ঘটলো ভয়ানক ঘটনা। ময়নাগুড়ি ব্লকের রামশাই অঞ্চলের উত্তর কালামাটি এলাকায় হাতির হানায় এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটে। জানা গেছে, মৃত ওই মহিলার নাম রত্না ওরাওঁ (৬৩) । সোমবার ভোরে ওই মহিলা ঘুম থেকে উঠে দাঁত মাজার জন্য দোতলার সিড়ি বেঁয়ে নাম ছিল । সেই সময় বাড়ির উঠোনে যে হাতি ছিল তার অবস্থান বুঝতে পারেনি মহিলাটি । যতক্ষণে হাতির উপস্থিতি বুঝতে পারেন ততক্ষনে আক্রমণ করে বসে হাতিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় রত্না ওরাওঁ নামের ওই মহিলার । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তর এবং ময়নাগুড়ি থানার পুলিশ ।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠায়। এদিকে বারংবার লোকালয়ে হাতির আক্রমণ প্রসঙ্গে ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু কুমার রায় বলেন,” অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা জনগনকে সচেতন করে বলি যে ফরেস্ট লাগোয়া এলাকায় হাতির আক্রমণ আটকাতে বাড়ির পাশে ধান, ভুট্টা জাতীয় চাষ না করে হলুদ জাতীয় চাষ আবাদ করার জন্য। কিন্তূ মানুষ সচেতন না হলে এই দৃশ্য দেখতে হবে আমাদের।” এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন বন দফতর ।