হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির
বিদ্যুৎ কান্তি বর্মন,ফালাকাটা:-
হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির, শোকের ছায়া লসমান ডাবরি সরকারের টারী এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার রাত আনুমানিক ৯টা নাগাদ ফালাকাটা ব্লকের লসমান ডাবরি সরকারের টারী এলাকায় আচমকা বুনো হাতির দল তান্ডব চালায় ,সেই সময় এক ব্যক্তি বাড়ির বাইরে বের হলে বুন হাতির দল তাকে পিসে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই সেই ব্যাক্তির মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম দুলাল মজুমদার । ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে লসমান ডাবরি সরকারের টারি এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।