হামার চ্যানেলের খবরের জেরে করনদিঘীতে নাবালককে খুঁটিতে বেঁধে মারার ঘটনায় মামলা করলো পুলিশ
তন্ময় দাস, উত্তরদিনাজপুরঃ হামার চ্যানেল এর খবরের জেরে নাবালককে মারধরের ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল করনদিঘি থানার পুলিশ। মূল অভিযুক্ত ফজলুর রহমান সহ মোট ৭ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেছে করনদিঘী থানার পুলিশ। আইপিসির ৩৪২, ৩২৫, ৩৪ ধারায় মামলা হয়েছে। এছাড়াও জুভেনাইল জাস্টিস ধারায় ৭৫/৮২ ধারাও তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। যদিও ধৃত দুজন ছাড়া বাকিরা আপাতত পলাতক। রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, নির্দিষ্ট ধারায় মামলা হয়েছে বাকিদের খোঁজে তদন্ত চলছে। এই বিষয়ে করনদিঘির তৃণমূলের ব্লক সভাপতি সুভাষ সিনহা বলেন, ফজলুর বর্তমানে দলের কোনো পদে নেই। তবে দলের সক্রিয় কর্মী। জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের সাথে যোগাযোগ করি আমারা, তিনি দ্রুত পুলিশকে ব্যবস্থা নেওয়ার কথা বলেন এছাড়াও দলগতভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তিনি বলেছেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব।
অন্যদিকে, এখনও আতঙ্কে রয়েছেন ওই নাবালক ও তার পরিবারের সদস্যরা। কোনভাবেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে নারাজ তারা। প্রথমদিকে কথা বলতে রাজি না হলেও পরবর্তীতে গোপন এলাকায় গিয়ে নাবালকের পিতা বলেন, ছেলেকে বাঁচাতে আমাকেও তখন দু’ঘা দিতে হয়েছিল। ওখানে ছেলেকে বাঁচাতে গেলে মার খেতে হতো আমাকেও।