হাসপাতাল থাকি ছাড়া পাইল ফালাকাটার চাইর করোনা নেগেটিভ

নিজ খবরিয়া, ফালাকাটা: ছাড়া পাইল চাইর করোনা সংক্রমিত। ফালাকাটা ব্লকের চাইর করোনা সংক্রমিত আজি ছাড়া পায় চিকিৎসা কেন্দ্র থাকি। এই চাইরজনের মইধ্যে দুইজন পুরুষ আর দুইজন মহিলা। চাইরজন চাইরটা আলাদা এলাকার। এই চাইরজন হৈলেক ব্লকের ধনীরামপুর ১ অঞ্চলের এথেলবাড়ির বছর ঊনত্রিশের রেনু চন্দ, জটেশ্বর ১ অঞ্চলের সাহা পাড়ার তরুল রায় (৩০), জটেশ্বর ২ অঞ্চলের কাঁঠোলবাড়ির শেফালী বর্মন (২৮) আর গুয়াবরনগর গ্রাম পঞ্চাইতের ভূটানিরঘাট এলাকার ২৪ বছরের ঝন্টু শিকদার। চাইর আক্রান্ত সুস্থ হয়া বাড়ি ফিরি আসির আগত ফালাকাটা ব্লক প্রশাসন সংবর্ধনা দেয়। সংবর্ধনা দেন বিডিও সুপ্রীম মজুমদার সুদে অইন্য আধিকারিকলা। বিডিও এই চাইরজন অক আগপাখে থুইয়া অইন্য সব রুগীক করোনা নিয়া হাতাশ খাবার দেন নাই। আজি দুপুরাখন চাইর করোনা আক্রান্ত বাড়ি ফিরি আসিলে এলাকার ডাঙর মানষিলা চাইর জনকে সংবর্ধনা দেন। উল্লেখ্য যে, এই চাইর আক্রান্ত জটেশ্বর এর কোয়ারেন্টীন সেন্টার অত আছিলেন। তারপর বাড়ি ফিরি যায়। বাড়িত থাকিতে চাইর জনকে করোনা সন্দেহে ফালাকাটা সুপার স্পেশ্যালিটি হাসপাতালত ভর্তি করা হয় আর ২৮শে মে ওইটেকেনায় ট্রুন্যাট মেশিন অত টেস্ট করা হলে করোনা পজিটিভ ধরা পড়ে। পরে শিলিগুড়িত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ অত লালা রস পরীক্ষা করা হয়, কিন্তু রিপোর্ট নেগেটিভ আইসে। তারপরে ইমাক ছাড়ি দেওয়া হয় শিলিগুড়ি কভিড হাসপাতাল থাকি। করোনা আক্রান্ত ভূটানিরঘাটের ঝন্টু শিকদার সুস্থ হয়া হাসপাতাল থাকি ছাড়া পাবার পর কন, করোনাতে আক্রান্ত যদি হন ভয়ের কিছু নাই, খাও দাও ঘুমাও আর রেস্ট নেও, চিকিৎসা করো সাথে চোইদ্দ দিন হোম কোয়ারেন্টাইন থাকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *