হাসপাতাল বেডে পরিক্ষায় বসলো পরীক্ষার্থী
নিউজ ডেস্ক,কোটশিলা: কোটশিলা মহাবিদ্যালয়ের স্নাতক স্তরের ছাত্রী অপর্ণা মাহাতো প্রথম সেমেস্টারের পরীক্ষা দিল হাসপাতালের বিছানায় বসে। কোটশিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র ছিল ঝালদা অচ্ছুরাম মেমোরিয়াল কলেজে। গত 22 তারিখ রাতে ছাত্রী অপর্ণা মাহাতো প্রসব যন্ত্রণা অনুভব করে। চিকিৎসার জন্য ঝালদা প্রাথমিক হাসপাতালে ভর্তি করা হয় এবং সে পুত্রসন্তানের জন্ম দেয়। ছাত্রীর বাড়ির তরফে বিষয়টি জানানো হলে কলেজর অধ্যাপক বিপ্লব মাঝি বিশেষ ব্যবস্থার জন্য সিধো- কানহো- বিরসা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিভাগে যোগাযোগ করেন এবং সন্ধ্যের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে লিখিত অনুমতি পত্র কলেজে এসে পৌঁছায় । ছাত্রীর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় হাসপাতালের বিছানায় । কোটশিলা কলেজের অধ্যক্ষ ড: প্রভাতকুমার মণ্ডল বিশ্ববিদ্যালয় , ঝালদা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও অচ্ছুরাম মেমোরিয়াল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, যেকোনো সমস্যার জন্য শিক্ষার্থীদের পাশে কলেজ সবসময় আছে।