হিউম্যান ট্রাফিকিং নিয়ে সচেতনতা শিবির
বাপ্পা রায়,ময়নাগুড়ি, ৩০ জানুয়ারি : জলপাইগুড়ি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে সোমবার চূড়া ভান্ডার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হয়। সংগঠন সূত্রে জানা যায়, এদিন গ্রাম পঞ্চায়েত অফিসে আগত সাধারণ মানুষদের নিয়ে এই সচেতনতামূলক শিবিরটি করা হয়। মূলত হিউম্যান ট্রাফিকিং, বাল্যবিবাহ, শিশুশ্রম, নারী সুরক্ষা সহ বিনামূল্যে আইনি পরিষেবা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ব্লকের আইনি সহায়ক অমৃত কুমার রায় সহ গ্রাম পঞ্চায়েতের আধিকারিকরা। এই বিষয়ে ময়নাগুড়ি ব্লকের আইনি সহায়ক অমৃত কুমার রায় বলেন,”জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে হিউম্যান ট্রাফিকিং সহ বিভিন্ন বিষয় নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে সচেতনতামূলক এই শিবির অনুষ্ঠিত হচ্ছে। আজ চূড়া ভান্ডার গ্রাম পঞ্চায়েত অফিসে এই শিবির টি করা হল।”