হুমকির অভিযোগ থানায়

সঞ্জয় হালদার,শিলিগুড়ি: শিলিগুড়ি সংলগ্ন নিউ জলপাইগুড়ি থানার অন্তর্ভুক্ত হরিপুর যেন হয়ে উঠেছে দুষ্কৃতীদের আখড়া। এমনটাই অভিযোগ হরিপুরের স্থানীয় বাসিন্দাদের। হরিপুরে যেন চলছে গুন্ডারাজ।এই বিষয়ে সোমবার নিউ জলপাইগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে হরিপুরের স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, এলাকারই বাসিন্দা দিলীপ সরকার,রাজেশ সরকার,কৃষ্ণ দাস,পাপাই সাহা,ঝর্না মন্ডল, অখিল সরকার, স্বপ্না সরকার,আলো সরকার মিলে প্রতিনিয়ত এলাকার বাসিন্দাদের হুমকি দেয় এবং বিভিন্ন কারণে তাদের ভয় দেখায়। এই পরিস্থিতি চলে আসছে প্রায় ৫-৬ বছর ধরে। এমনি বিহার থেকে শুটার নিয়ে এসে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে জানান এলাকার বাসিন্দারা। জানা গেছে গত ১৯/৩/২০২২ তারিখে এরা সকলে এলাকার বাসিন্দা রমেন দেবনাথের বাড়িতে চড়াও হয় এবং পরিবারের সদস্যদের মারধোরের পাশাপাশি এলাকার আরও পাঁচ টি বাড়িতে ভাঙচুর চালায়। এমতাবস্থায় প্রতিবাদ করতে গেলে উল্টে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় উপরিউক্ত ব্যক্তিরা। এরপর ২১/৩/২০২২ তারিখে সকালে উক্ত ব্যক্তিরা পাড়ায় এসে সকলকে বিহার থেকে শুটার এনে শুট করার হুমকি দেয় এবং অনেকের নামে থানায় মিথ্যা অভিযোগ করে। এরপরই এলাকার বাসিন্দারা নিউ জলপাইগুড়ি থানায় বিক্ষোভ দেখায়।বাসিন্দারা জানান তারা পরিবার নিয়ে খুবই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।পুলিশের আশ্বাসে অবশেষে বিক্ষোভ তুলে নেন তারা। পুলিশ গোটা ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *