হুল উৎসবে রক্ত দান শিবির জুগিয়া পাড়ায়
আব্দুল ওহাব, মালদা: চাঁচল মহকুমার অন্তর্গত চাঁচল ২ নং ব্লকের আদিবাসী সেলের উদ্যোগে আজ জুগিয়া পাড়ায় হুল উৎসব পালিত হল। হুল উৎসবকে কেন্দ্র করে একটি রক্ত দান শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালতিপুর বিধানসভার কো-অর্ডিনেটর তথা বিধানসভার প্রাক্তন বিধায়ক আব্দুর রহিম বক্সি। অনুষ্ঠানে তিনি প্রায় একশো খানেক লোকেদের মধ্যে মাস্ক বিলি করেন এবং এই করোনা আবহে মানুষকে সতর্ক থাকতে ও মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার অনুরোধ করেন। এছাড়াও পাশাপাশি মালদা জেলার গাজোল ব্লকের বাবুপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে এসটি সেলের সহযোগিতায় হুল মাহা দিবস পালন করা হল।