হেমকুমারী প্রান্তিক রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ড্রাইভারদের খাদ্য সামগ্ৰিক বিতরণ
বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি ;-
দেশের দুর্দিনে যেন কেউ অভুক্ত না থাকে। এই শপথ নিয়েই লকডাউনের আবহে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। যাদের অনেকেই প্রচারের আলোয় এসেছে। আবার অনেকে নিঃশব্দে সমাজসেবা করে চলেছে। তেমনই একটি সংগঠন ‘হেমকুমারী প্রান্তিক রুলার ওয়েলফেয়ার অর্গানাইজেশন’। সেই লকডাউনের গোড়া থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, দুস্থ-গরিবদের খাওয়ার ব্যবস্থা করে চলেছে কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের সীমান্তবর্তী হেমকুমারীর গ্ৰাম পঞ্চায়েতের এই সংগঠন। প্রচারের আশায় নয়, সকলকে সুস্থ রাখার তাগিদেই এই উদ্যোগ।
মে মাসে শুরু হয়েছে লকডাউন আর এই লকডাউনে কাজ হারিয়েছে বহু দিন আনি দিন খাওয়া মানুষ গুলো।এদের কথা মাথায় রেখে এদিন হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের ৭০ জনের মতো ড্রাইভারের হাতে খাদ্য সামগ্রিক তুলে দিলেন হেমকুমারী প্রান্তিক রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
সেখানে উপস্থিত ছিলেন, হেমকুমারী প্রান্তিক রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি,মোস্তাক আহমেদ সরকার, সংগঠনের সম্পাদক রুবেল সরকার,হেমকুমারী গ্ৰাম পঞ্চায়েতের সমাজসেবী খয়রুল হক সরকার সহ সংগঠনের সদস্যরা।
এবিষয়ে,সংগঠনের সভাপতি মোস্তাক আহমেদ সরকার বলেন,হেমকুমারী প্রান্তিক রুরাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা হলদিবাড়ি ব্লকের বিভিন্ন জায়গায় দুস্থ মানুষদের সাহায্য করবো।আজকে আমরা দেওয়ানগঞ্জের গাড়ি ড্রাইভার ও অটো ড্রাইভার মিলে মোট ৭০ জনের হাতে খাদ্য সামগ্রিক তুলে দিলাম।এই ভাবে হলদিবাড়ি ব্লকের মানুষের পাশে থাকবো।