হোটেলে চা খেতে এসে ছুরিকাহত হলেন যুবক, তদন্তে পুলিশ
পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা, ৩০ আগস্ট : ফালাকাটা কোচবিহার ৩১ নং জাতীয় সড়কের পাশে গজিয়ে উঠেছে অসংখ্য লাইন হোটেল আর এই লাইন হোটেলে চা খেতে এসে বাকবিতণ্ডায় জড়িয়ে ছুরিকাহত হলেন এক যুবক। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে ধরতে তল্লাশি পুলিশের। জানা গেছে, সোমবার সকাল পাঁচটা নাগাদ ফালাকাটা কোচবিহার ৩১ নং জাতীয় সড়কের কুশিয়ারবারি গ্রাম এলাকার একটি হোটেলে চা খেতে আসেন পুন্ডিবাড়ী থানা এলাকার চৌরঙ্গী গ্রামের বাসিন্দা বিপ্লব রায়। বিপ্লব রায় কোন এক পোল্ট্রি মুরগির কোম্পানিতে কাজ করেন বলে জানা যায়। হয়ত নাইট ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন বিপ্লব রায়। সেই সময় সেই হোটেলেই উপস্থিত ছিলেন কুশিয়ারবারি গ্রামের যুবক দুলাল বর্মন। দুলাল বর্মন এর সঙ্গে বিপ্লব রায়ের সামান্য বিষয় নিয়ে বাক বিতন্ডা শুরু হয়। এরপর দুলাল বর্মন তার কাছে থাকা ছুরি বের করে এলোপাথাড়ি ছুরি চালায় বিপ্লব রায় এর উপর। এমনকি বিপ্লবের গলার নলি কাটার চেষ্টা করে দুলাল বর্মন এমনটাই অভিযোগ দায়ের হয়েছে ঘোকসাডাঙ্গা থানায়। গলার নলি না কাটলেও গলায় গভীর ক্ষত হওয়ায় স্থানীয়রাই প্রথম দিলীপ রায়কে ঘোকসাডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বিপ্লব রায় কে কুচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এদিকে এই ঘটনার পর পলাতক দুলাল বর্মন। দুলালের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।