১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েতের বাড়ির সামনে পথ অবরোধ গ্রামবাসীদের
বিজয় বর্মন,শীতলকুচি: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত সদস্যার বাড়ির সামনে পথ অবরোধ করল গ্রামবাসীরা। এদিন শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের মধ্য শীতলকুচি গ্রামের 238 নং বুথের পঞ্চায়েত সদস্যা চঞ্চলা দাসের বাড়ির সামনে সিতাই শীতলকুচি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের ১৭ নং সংসদের 238 নং বুথের বাসিন্দাদের অভিযোগ জব কার্ড থাকা সত্বেও তারা ১০০ দিনের কাজ পাচ্ছেন না। অন্য সংসদ থেকে লোক নিয়ে কোনো কাজ না করেই ৩৪ জনের নামে একটি মাস্টার রোল বের করে । দীর্ঘ ক্ষণ অবরোধ চলায় তীব্র যানজটের সৃষ্টি হয় । শীতলকুচি থানার পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে দেয়।
যদিও যাবতীয় অভিযোগ ভিত্তিহীন , মিথ্যা চক্রান্ত করা হচ্ছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত সদস্যা।
এবিষয়ে শীতলকুচির বিডিও সোফিয়া আব্বাস জানান, বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।