১৫ বারের সোনা জয়ী ভাস্করের পাশে দাঁড়ালেন কেএসও
ময়নাগুড়ি, ৩০ মার্চ : রাজ্যের হয়ে জাতীয় স্তরে খেতাব জয় করলেও অনেকটা অবহেলায় রয়েছেন ক্রান্তি ব্লকের মৌলানির ভাস্কর রায়। খেলাধুলায় একাধিকবার জেলা স্তরে সম্মানিত হয়েছেন ভাস্কর। রাজ্য স্তরেও ১৫ বার জয় লাভ করেন সোনা। এমনকি জাতীয় স্তরে একবার ব্রোঞ্জ এবং সিলভার লাভ করে রাজ্যকে এনে দিয়েছে সম্মান। কিন্তূ সেই আনন্দ যেনো ক্ষনিকের। ভাস্করের সম্মান অর্জনের পরেও বদল হয়নি তার জীবন। কার্যত দিনমজুরের কাজ করেই জীবিকা নির্বাহ করতে হচ্ছে তাকে। বাড়ির আর্থিক অবস্থা ভালো না হওয়ায় অনেকটা অচিরেই হারাতে বসেছে ভাস্করের প্রতিভা। তাই তার পাশে দাঁড়ালো কামতাপুর ছাত্র সংগঠন কেএসও। মঙ্গলবার ভাস্করের বাড়িতে সংগঠনের পক্ষ থেকে উৎসাহ প্রদান করা হয়। হলুদ গামছা পড়িয়ে তাকে সংবর্ধনা জানান ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্বরা। এমনকি ভাস্করের পাশে থাকার বার্তা দেন এদিন। এদিন ভাস্করের বাড়িতে যান কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশন এর সভাপতি সঞ্জয় রায়, কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সহকারী সাধারণ সম্পাদক যাদব রায়, কেএসও এর ক্রান্তি ব্লক সভাপতি অরবিন্দ রায়, জেলা সদস্য কার্তিক অধিকারী সহ প্রমুখরা। এদিন সংগঠনের সভাপতি সঞ্জয় রায় বলেন, ” ভাস্কর কামতাপুরী মানুষের গর্ব। এই রাজ্যের হয়ে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করেছিল। রাজ্য স্তরের সোনা জয়ী খেলোয়াড়। কিন্তূ বর্তমানে সে দিন মজুরি কাজ করছে বলে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই। তাই আমরা জেলা স্পোর্টস একাডেমি এবং রাজ্য ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যাতে ভাস্করের পাশে দাঁড়ান এবং তার প্রতিভাকে বাঁচিয়ে রাখা যায়। আমরাও ভাস্কর ভাইয়ের পাশে আছি।”