২১কে সামনে রেখে যুব তৃনমূলের কর্মশালা বুড়িরহাটে
রাহুল দেব বর্মন, বুড়িরহাট :
আজ বুড়িরহাট বাজার সংলগ্ন বুড়িরহাট জুনিওর উচ্চ বিদ্যালয় শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হল দুদিন ব্যাপী যুব তৃনমূলের কর্মশালা।
জানা গেছে আগামী একুশের বিধানসভা কে সামনে রেখে যুব তৃনমূলের এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুড়িরহাট ১নং অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল সাত্তার জানান আমাদের অঞ্চলের ১০ টি বুথের যুব তৃণমূল কর্মীদের রাজনৈতিক প্রশিক্ষণ দিতেই এই কর্মশালা করা হয়েছে।
কারণ আগামী একুশের বিধানসভা নির্বাচনে দলের উন্নতি সাধনে এক বিরাট অংশ যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা কাজ করবেন।
তাই তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে রাজনৈতিক ভাবে গড়ে তোলার জন্য এই কর্মশালা করা হয়েছে।
প্রায় ১০০শত যুব তৃণমূল কর্মী এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
আজকের এই কর্মশালাতে উপস্থিত ছিলেন বুড়িরহাট ১নং অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, বুড়িরহাট ১নং গ্রাম পঞ্চায়েত প্রধান নিরঞ্জন বর্মন সহ দিনহাটা ২নং ব্লক এস এসটি ওবিসি সেলের সভাপতি খগেস্বর বর্মন সহ নেতা কর্মীরা।