২১য়ের বিধানসভায় তৃণমলকে সাফ করে দেওয়ার দাবি বিজেপি যুব মোর্চা সভাপতির
সৌমিত্র বর্মন,ফুলবাড়ি : এসএসসি,টেট দুর্নীতির বিরুদ্ধে, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া ,বেকার যুবকদের ভাতা নয়,চাকরির দাবি সহ ৭ দফা দাবির ভিত্তিতে আগামী ৮ অক্টোবর ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে নবান্ন ঘেরাও কর্মসূচি করা হবে।নবান্ন ঘেরাও কর্মসূচিকে সফল করার লক্ষ্যে এদিন মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি অঞ্চলের মোরঙ্গা বাজারে যুব মোর্চার জেট পি ৫ নং মণ্ডল কমিটির পক্ষ থেকে মিছিল ও পথসভা করা হয়।পথসভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা যুব মোর্চার সভাপতি অজয় সাহা।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দেবনাথ,এস সি মোর্চার সাধারণ সম্পাদক কুমার চন্দন নারায়ন ,বিজেপির জেলা সদস্য সঞ্জয় সরকার,যুব মোর্চার জেট পি ৫ নং মন্ডল সভাপতি বনদেব সরকার ,বিজেপির জেট পি ৫ নং মন্ডল সাধারণ সম্পাদক প্রশান্ত বর্মন সহ প্রমুখ।
এদিন প্রত্যেক বক্তাই বেকার যুবকদের সমস্যার কথা তুলে ধরে রাজ্য সরকারে তীব্র সমালোচনা করেন।কোচবিহার জেলা যুব মোর্চার সভাপতি অজয় সাহা রাজ্য সরকারের তীব্র সমালোচনা করার পাশাপাশি একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সাফ হয়ে রাজ্যে ক্ষমতায় বিজেপি আসছে বলে তিনি বলেন।তিনি বলেন,রাজ্যে তৃণমূল সরকারের অপশাসন চলছে,যুব সমাজকে ভেঙ্গে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে এরই বিরুদ্ধে বেকার যুবকদের ৭ দফা দাবিতে নবান্ন ঘেরাও করা হবে যুব মোর্চার পক্ষ থেকে।